দুর্নীতি দমন কমিশন (দুদক) সচিব মাহাবুব হোসেন বলেছেন, শুধু আইন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না, দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে, দুর্নীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।
রংপুরে বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতিসহ সেবাপ্রাপ্তিতে হয়রানি ও সেবাবঞ্চিত সংক্ষুব্ধ জনগণের অভিযোগের বিষয়ে দুদক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার (১৩ জুন) জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে দুদক।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সঞ্চালনায় গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহাবুব হোসেন। গণশুনানিতে অংশগ্রহণ ও অভিযোগ উত্থাপনের জন্য টাউন হল সংলগ্ন অস্থায়ী বুথ ও দুদক দপ্তরে জমা পড়া ৭৭টি অভিযোগের মধ্যে মোট ৪৫ টি অভিযোগের গণশুনানি করে দুদক।
রংপুর জেলার ২৯টি সরকারি দপ্তরের নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে হুঁশিয়ারি, কারণ দর্শানোসহ প্রতিবেদন দাখিলের জন্য ৭ থেকে ১৫ কার্যদিবস সময়সীমা বেঁধে দেয়া হয়। এছাড়াও কারো অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন দুদক সচিব মাহাবুব হোসেন।
এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নুরে আলম মিনা, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, দুর্নীতি দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মো. সাবদারুল ইসলাম, মো. হোসাইন শরিফ এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন।
এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে গণশুনানি অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ জনগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ